ভর্তির জন্য নাযেরা পরীক্ষায় ৬০ এর অধিক নাম্বারে উত্তীর্ন হতে হবে। বাংলা , গণিত ও ইংরেজীতে কম পক্ষে ২য় শ্রেণির উপযুক্ত হতে হবে। আরবী শব্দ ও বাক্য দেখে পড়তে ও লিখতে পারতে হবে। বয়স সীমাঃ ৭ থেকে ৯ বছর।
হিফয ও আরবী ভাষা শিক্ষা বিভাগঃ
(সবক পড়ুয়া)
ভর্তি পরীক্ষায় ৮০ নাম্বারে উত্তীর্ণ হওয়া আবশ্যক। আরবী শব্দ ও বাক্য দেখে পড়তে ও লিখতে পারা। বয়স সীমা ৯-১১ বছর।
হিফয ও আরবী ভাষা শিক্ষা বিভাগঃ
(খতমী/ শুনানী)
ভর্তি পরীক্ষায় ৬০ এর অধিক নাম্বারে উত্তীর্ণ হওয় আবশ্যক। বছরে ৫ খতম শুনানোর শর্তে বছর শেষে সনদ প্রদান। আরবী শব্দ ও বাক্য দেখে পড়তে ও লিখতে পারা।
বয়স সীমাঃ ১১-১৩ বছর।
নাযেরা বিভাগঃ
(স্কুল থেকে আগত)
উচ্চ কন্ঠের অধিকারিণী হতে হবে। বাংলা , গণিত ও ইংরেজিতে ৭০ এর অধিক নাম্বারে উত্তীর্ণ হতে হবে।
বয়স সীমাঃ অনুর্ধ্ব ১০ বছর।
নাযেরা বিভাগঃ
( নূরাণী থেকে আগত)
উচ্চ কন্ঠের অধিকারিণী হতে হবে। ভর্তির জন্য আমপারা ও জেনারেল বিষয়ের ৩য় শ্রেনীর উপযুক্ত হওয়া আবশ্যক।
বয়স সীমাঃ ৭-৮ বছর।
কিতাব বিভাগঃ
(খুসূসী থেকে হিদায়া পর্যন্ত)
নতুন শিক্ষার্থীর জন্য পূর্বের শ্রেণীর মৌলিক বিষয়ে ভর্তি পরীক্ষায় নির্ধারিত নাম্বারে উত্তীর্ণ হতে হবে।